বিবিন্ন ইস্কুলের তালিকাঃ-
১। কবির খান্দান সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইউনিয়ন হতে দূরত ৩০০ মিঃ প্রায়।
এটি স্থাপিত হয়েছিল ১৮৯৮ সালে। এ বিদ্যালয়ের ৪ জন শিক্ষক/শিক্ষিকাগণ রয়েছেন। প্রধান শিক্ষিকা ০১ (এক) জন, বাকী ০৩(তিন) জন সহকারী শিক্ষক/শিক্ষিকা। ১) প্রধান শিক্ষিকা জনাবা মোছাঃ জিয়ায়ূন্নাহার (হিরা), ২) মোঃ কাইয়ূম সহকারী শিক্ষক, ৩) মোছাঃ শামিমা আক্তার সহকারী শিক্ষক। ৪) রিপন আক্তার সহকারী শিক্ষক। এ বিদ্যালয়ে ৪৫০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে ২০১৪ সালের পি.এস.সি পরীক্ষা পাসের হার ৮৭% । এ বিদ্যালয়ে ব্যবহৃত ২ তলা ২টি বিল্ডিং রয়েছে ২টিতে ২টি কক্ষ করে মোট ০৪ (চার) টি কক্ষ রয়েছে। ০১ টি অফিস কক্ষ, বাকি ০৩ (তিন) টি শ্রেণী কক্ষ। এ বিদ্যালয়ে পুরাতন ০১ টি বিল্ডিং রয়েছে যার কক্ষ ৪ টি। এটি এখন আর ব্যবহৃত হচ্ছে না।এটি এখন ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের আশপাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে। বিদ্যালয়ে সামনে খেলার মাঠ, মসজিদ, উত্তর পাশে বৃহত্তর বড় হাওড় এবং বিদ্যালয়ে দু পাশে ঐতিহ্যবাহী কবরস্থান রয়েছে। বিদ্যালয়টি পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ৪০০ মিটার দূরে অবস্থিত। পরিশেষে বলা যায় যে বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত।
২। বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইউনিয়ন হতে দূরত ৩০০ মিঃ প্রায়।
এ বিদ্যালয়ে ৬ (ছয়) জন শিক্ষক/শিক্ষিকা রয়েছে। ১) প্রধান শিক্ষক জনাব রঞ্জিত কুমার চক্রবর্তী বাকী ৫ জন সহকারী শিক্ষক/শিক্ষিকা রয়েছে। এ বিদ্যালয়ে ২টি বিল্ডিং ১টি ১ তলা, ২য়টি ৩ তলা। ১ তলা বিল্ডিংটির ৪টি কক্ষ রয়েছে একটি অফিস কক্ষক বাকী ৩টি শ্রেণী কক্ষ। বিদ্যালয়ে প্রায় ৫৮০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। এ বিদ্যালয়ে ২০১৪ সালে পি.এস.সি পরীক্ষার পাসের হার ৯৫%।
৩। পুকুর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইউনিয়ন হতে দূরত ১০০০ মিঃ প্রায়।
এ বিদ্যালয়ে ৬ জন শিক্ষক/শিক্ষকা রয়েছে। এর মধ্যে ১) প্রধান শিক্ষক জীবন ময় শীল প্রধান শিক্ষক বাকী ৫ জন সহকারী শিক্ষক/শিক্ষকা। এ বিদ্যালয়ে প্রায় ৪৯০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। এ বিদ্যালয়ে ২০১৪ সালের পি.এস.সি পরীক্ষার পাসের
হার ৯০%।এ বিদ্যালয়টি ২টি বিল্ডিং ১টি ১ তলা এবং ২য়টি ৩ তলা। ১ তলা ০৪ (চার)টি কক্ষ একটি অফিস কক্ষ ০৩ (তিন) টি শ্রেণী কক্ষ। ২য়টির ০৬ (ছয়) টি শ্রেণী কক্ষ ০১ (একটি) পিটি কক্ষ।
৪। ইকুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইউনিয়ন হতে দূরত ৪ কেঃ মিঃ প্রায়।
এ বিদ্যালয়ে ০৪ শিক্ষক/শিক্ষিকা রয়েছে। এর মধ্যে ১) মোঃ পরেশ মিয়া ( প্রধান শিক্ষক ) বাকী ০৩ (তিন) জন সহকারী শিক্ষক/শিক্ষিকা। এ বিদ্যালয়টি ০১ টি বিল্ডিং ০২ তলায় ০৪ (চারটি) কক্ষ একটি অফিস কক্ষ ০৩ টি শ্রেণী কক্ষ। এ বিদ্যালয়ে প্রায় ৩৫০ ছাত্র/ছাত্রী রয়েছে। এ বিদ্যালয়ে ২০১৪ সালে পি.এস.সি পরীক্ষা পাসের হার ৬৫%।
৫। তাহেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইউনিয়ন হতে দূরত ৭০০ মিঃ প্রায়।
মোঠ - শিক্ষক/শিক্ষিকা ০৪ জন ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায়= ৩০০ জন। এ বিদ্যালয়ে ২০১৪ সালে পি.এস.সি পরীক্ষা পাসের হার ৬০%।
এ বিদ্যালয়টি ৪জন শিক্ষক/শিক্ষীকা রয়েছে।সৈয়দ মহসিন আহাম্মদ ( প্রধান শিক্ষক ) বাকী ০৩ (তিন) জন সহকারী শিক্ষক/শিক্ষিকা।
৬। পরাশর পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়।
ইউনিয়ন হতে দূরত ৫০০ মিঃ প্রায়।
মোঠ - শিক্ষক/শিক্ষিকা ০৪ জন ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায়= ২০০ জন। এ বিদ্যালয়ে ২০১৪ সালে পি.এস.সি পরীক্ষা পাসের হার ৫৫%।
মোঃ হান্নান মিয়া ( প্রধান শিক্ষক ) বাকী ০৩ (তিন) জন সহকারী শিক্ষক/শিক্ষিকা।
৭। ইসলামপুর সরকারী প্রথমিক বিদ্যালয়।
মোঠ - শিক্ষক/শিক্ষিকা ০৪ জন ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায়= ১৫০ জন। এ বিদ্যালয়ে ২০১৪ সালে পি.এস.সি পরীক্ষা পাসের হার ৫০%।
ইউনিয়ন হতে দূরত ৩ কেঃ মিঃ।
( প্রধান শিক্ষক ) বাকী ০৩ (তিন) জন সহকারী শিক্ষক/শিক্ষিকা।
মাধ্যমিক বিদ্যালয় ১টি
আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়
সাদ্রাসা ২টি ওআনন্দ ইস্কুল ৭ টি এবং ব্রাক ইস্কুল ৪টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস