পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নে এলজিএসপি তালিকাঃ
ক্রঃ নং | প্রকল্পের নাম | প্রকল্পের ধরন | ওয়ার্ড নং | বরাদ্দের পরিমাণ |
১ | কবির খান্দান নাজু মিয়ার বাড়ি হইতে পদবিলের দক্ষিন পাড় হইয়া ব্রীজের পূর্বপাড় পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। | পরিবহন ও যোগাযোগ | ১ | ৬০,০০০/- |
২ | কবিরখান্দান কবরস্থানেরে দক্ষিন র্পূবদিকের রাস্তায় আর সিসি কালর্বাট নির্মান। | পরিবহন ও যোগাযোগ | ২ | ৫০,০০০/- |
৩ | বড় খালের ব্রীজের র্পূবদিক হইতে জুবেদ মল্লিকরে বাড়ি পর্যন্ত রাস্তা আর সি সি পাকা করন। | পরিবহন ও যোগাযোগ | ৪ | ১,০০,০০০/- |
৪ | বীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলা ও উন্নয়ন। | শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি | ৫ | ৭০,০০০/- |
৫ | তাহেরাবাদ মেনু মিয়ার বাড়ীর ব্রীজের র্পূবদিক হইতে ইনুর বাড়ি পর্যন্ত রাস্তা আর সি সি পাকা করন। | পরিবহন ও যোগাযোগ | ৫ | ১,০০,০০০/- |
৬ | তাহেরাবাদ মেনু মিয়ার বাড়ীর উত্তর পাশের রাস্তার উত্তর পাশে মাটি ভরাট। | পরিবহন ও যোগাযোগ | ৫ | ৬০,০০০/- |
৭ | ঠাকুর হাটির সহিজ উদ্দিনের বাড়ি হইতে শের আলী মেম্বারের বাড়ির পশ্চিম পাশের খাল পর্যন্ত পানি নিস্কাশনের জন্য প্লাষ্টিক ডায়া পাইপ স্থাপন। | কৃষি ক্ষুদ্রসেচ | ৫ | ১,৪০,০০০/- |
৮ | খারুয়াইলের পাকা রাস্তার উত্তর দিক হইতে কামতাগাছ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। | পরিবহন ও যোগাযোগ | ৬ | ৬০,০০০/- |
৯ | হাজী বাড়ীর করম আলীর বাড়ির পূর্ব পাশের ডোবায় ঘাটলা নির্মাণ। | গৃহনির্মাণ ও বস্তগত | ৬ | ৮০,০০০/- |
১০ | পুকুরপোড় বড় পুকুরের পশ্চিম পাড়ের ঘাটলা নির্মাণ। | গৃহনির্মাণ ও বস্তগত | ৭ | ৭০,০০০/- |
১১ | ইকুরদিয়া গ্রামের উত্তর পাড়ার উত্তর পূর্বকোনে ঘাটলা নির্মান। | গৃহনির্মাণ ও বস্তগত | ৮ | ৫৬,৫৭২/- |
১২ | ইকুরদিয়া গ্রামের হত দরিদ্রদের জন্য টিউওবেল স্থাপন। | জনস্বাস্থ্য | ৮ | ৬২,৬৯৯/- |
১৩ | পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের জন্য লেপটপ সরবরাহ | মানব সম্পদ উন্নয়ন | - | ৫০,০০০/- |
৯,৬৯,২৪১/- |
অতঃপর সম্মানীত ইউপি চেয়ারম্যান ও উপস্তিত সকল সদস্যগণের বিস্তারিত আলোচনান্তে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয।
১। সকল ইউনিয়ন পরিষদ কর্তৃক দাখিলকৃত প্রকল্পগুলো এলজিএসপি নীতিমালা অনুযায়ী বাস্তবায়নের জন্য সকল ইউপি চেয়ারম্যানগণকে অনুরোধ করা হয়।
২। এলজিএসপিঃ২ এর উন্নয়ন কার্যক্রমের বিল সরকারী নীতিমালা মোতাবেক চেকের মাধ্যমে পরিশোদ করা হবে। ক্রসড চেক ব্যাতীত অন্য কোভাবে কোন বিল পরিশোধ করা যাবে না। করলে আর্থিক অনিয়ম হিসেবে গন্য হবে।
৩। পরবর্তী বরাদ্দ অগ্রাধিকার তালিকা হতে প্রকল্প গ্রহণ করতে হবে।
৪। এলজিএসপির প্রকল্পের সাথে এডিপি ও স্থাবর হস্থান্তর করের ১% ও অন্য কোন অর্থ দ্বারা সংযোক/সমন্বয় করা যাবে না।
৫। স্থাবর সম্পত্তির হস্থান্তর করের ১% এডিপি ও এলজিএসপির প্রকল্পের ডুল্পিকেট করা যাবে না।
৬। প্রকল্পের কাজ যথাযথভাবে ও নীতিমালা মোতাবেক বাস্তবায়ন হচ্ছে কিনা তা স্কিম তদারকি/কারিগরি কর্মকর্তাগণ এবং স্কীম সুপারভিশন প্রতিনিধির সুপারিশ থাকতে হবে।
৭। এলজিএসপি২ এ অর্থে যে কোন বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে আবশ্যিকভাবে ভ্যাট ও আয়কর কর্তন করতে হবে।
৮। সরাসরি ক্রয় পদ্ধতি এবঙ কমিউনিটি ক্রয় ব্যতিত কোন অবস্থায় ওর্য়াড কমিটি সভাপতি তথ্য ইউনিয়ন পরিষদ সদস্য/মহিলা সদস্য এর অনুকুলে কোন চেক ইস্যু করা যাবে না।
৯। ম্যানুয়েন্সের ১১১ পৃষ্ঠায় বর্ণিত এলজিএসপি-২এর অর্থ দ্বারা যেসব স্কীম গ্রহণ করা যাবে এবং এলজিএসপি-২এর অর্থ যেসব ক্ষেত্রে ব্যয় করা যাবে না,তা যথাযথ অনুসরণ নিশ্চত করতে হবে।
সভাপতি এলজিএসপি ও ইউপিজিপির প্রকল্প সমূহ আন্তরিকতার সাথে গ্রহণ এবং সুষ্ঠু বাস্তবায়নের লক্ষে প্রত্যেক চেয়ারম্যানগণকে অনুরোধ জানান। সভার কোন আলোচনার বিষয় না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস